সর্বকালের সেরা ফাস্ট বোলার কে?

যুগে যুগে ফাস্ট বোলাররা এসেছেন, বিশ্ব শাসন করে গেছেন। কেউ গতিতে তুফান তুলেছেন, কারও বিষাক্ত বাউন্সারের ছোবলে নীল হয়ে উইকেট ছেড়েছেন প্রতিপক্ষ ব্যাটসম্যান। কেউ আবার ২২ গজে দেখিয়ে গেছেন সুইংয়ের ভেল্কি।