জার্মানি-স্পেনের রোমাঞ্চ ছড়ানো ড্র

ক্লাব ফুটবল শুরুর চার মাস পর উয়েফা নেশন্স লিগের ম্যাচ দিয়ে মাঠে ফিরলো আন্তর্জাতিক ফুটবল। ফেরার দিনেই জার্মানি-স্পেনের রোমাঞ্চকর লড়াই দেখার সুযোগ হলো ফুটবলভক্তদের।