মাছের মৃত্যুতে শোকার্ত খোদ প্রেসিডেন্ট!

দেশটিতে টুইটার হ্যাশট্যাগে শীর্ষে আছে 'মাফিশি' নামে পরিচিত মাছটি। পরীক্ষার সময় মাছটি সৌভাগ্য এনে দেয়, গত দুই যুগ ধরে এমনটাই বিশ্বাস করে আসছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।