দেড় বছর পর পরিবেশ ছাড়পত্র পেয়ে স্বস্তিতে ট্যানারি মালিকরা

যেসব ট্যানারির পরিবেশ ছাড়পত্র ছিল, সেপ্টেম্বর থেকে মেয়াদোত্তীর্ণ ছাড়পত্র রি-নিউ বা নবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে ১৪টি ট্যানারির মেয়াদোত্তীর্ণ ছাড়পত্র রি-নিউ হয়েছে, আরও আটটি ছাড়পত্র প্রক্রিয়াধীন রয়েছে...