বার্সার মেয়েদের মাথায় ইউরোপ সেরার মুকুট

লিওনেল মেসিরা লা লিগায় ধুঁকছেন। এবারও আসরটির শিরোপা জেতা হচ্ছে না তাদের। চ্যাম্পিয়ন্স লিগেও সুবিধা করতে পারেননি মেসি-গ্রিজম্যানরা। তবে বার্সার মেয়েরা এ পথের পথিক নন। তাদের পথচলা ছিল দাপুটে।