সমরেশ মজুমদার: স্মৃতিতর্পণসূত্রে

জন্মেছিলেন চা বাগানে, মদেসিয়া শ্রমিকদের বাচ্চাদের সাথে ফুটবল খেলে বড় হয়েছেন। তিস্তার একদম গা ঘেঁষে বাড়ি ছিল, তিস্তায় তখনো বাঁধ পড়েনি। পাড়ার কাছেই রাজবংশী পাড়া, বাহে সম্প্রদায় বলা হতো। তিস্তার চর...