অনু মালিকের বিরুদ্ধে এবার ইসরায়েলের জাতীয় সংগীতের সুর ‘চুরি’র অভিযোগ

এর আগেও বহুবার সুর চুরির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। 'দিল মেরা চুরায়া কিঁউ', 'নিঁদ চুরায়ি মেরি কিসনে ও সনম', 'কহো না কহো'র মতো বলিউডের দুর্দান্ত সব হিট গান এই তালিকায়...