চালক ও নার্সদের সহযোগিতায় বাসেই সন্তানের জন্ম দিলেন মা

বাস চালকের কানে খবরটি যাওয়ার পরপরই বিচক্ষণ চালক গাড়িটি নিয়ে যান পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। নার্সদের (মিডওয়াইফ) সহযোগিতায় ওই নারী বাসেই একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন।