আফগানিস্তান ছেড়েছেন তালেবান মুখপাত্রের সাক্ষাৎকার নেওয়া সেই নারী সাংবাদিক 

“আমি দেশ ত্যাগ করছি কারণ, লক্ষ লক্ষ মানুষের মতো আমিও তালেবানকে ভয় করি।” এ বিষয়ে, টোলো নিউজের স্বত্বাধিকারী সাদ মোহসেনি বলেন, আরগন্দের ঘটনাটি আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির মূর্ত প্রতীক।