৬০০ বছর পর দীর্ঘতম চন্দ্রগ্রহণ বিস্ময়াভিভূত হয়ে দেখল মানুষ!

শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ শুরু হয় আজ, বাংলাদেশ সময় বেলা ১টা ১৯ মিনিটে। শেষ হয় ৪টা ৪৭ মিনিটে। এ সময় চাঁদ ধারণ করেছিল টকটকে লালবর্ণ। ফলে সৃষ্টি হয় অসাধারণ কিছু দৃশ্যের। চলুন ছবিতে ছবিতে দেখে নেওয়া...