নারায়ণগঞ্জ: ডান্ডি, পাটকল, প্যাডেল স্টিমার, বেল প্রেস, গোয়ালন্দ-কলকাতা—সব কোথায় গেল!
‘ওই সময় নারায়ণগঞ্জের যা ব্যবসা ছিল সব এখন ছিট্টাভিট্টা (ছড়িয়ে) গেছে। কোনোটা গেছে মুন্সিগঞ্জে, কোনোটা পাবনায়, কোনোটা গেছে ঢাকায়। নাই, সেই নারায়ণগঞ্জ আর নাই।’ বিক্রমের বুক চিড়ে বেরোল হাহাকার।