বল টেম্পারিংয়ের দায়ে নিষেধাজ্ঞার শাস্তি পেয়েও বেঁচে গেলেন বোপারা

টিভি রিপ্লেতে দেখা যায়, বাঁ হাত দিয়ে বল আড়াল করে ডান হাতের দুই আঙুলের নখ দিয়ে বল বিকৃত করার চেষ্টা করছেন বোপারা। বিষয়টি অনফিল্ড দুই আম্পায়ারের নজরে আসে। বোপারার কাছ থেকে বল চেয়ে নেন তারা।