৬০০ কোটি ডলারের সাহায্য স্থগিত করল আইএমএফ, পাকিস্তানি রুপির রেকর্ড দরপতন

মঙ্গলবার বাজার বন্ধের সময় এক ডলারের বিপরীতে পাকিস্তানি রূপির দাম ছিল ১৮৫.২৩ রুপি; বুধবারে তা ১৮৫.৫০ রুপিতে এসে দাঁড়িয়েছে। ইতিহাসে এই প্রথমবার ১৮৫ রুপির গণ্ডি পেরিয়ে গিয়েছে পাকিস্তানি মুদ্রা।