৯০০-র বেশি ‘চূড়ান্ত হুঁশিয়ারি’ দেওয়ার ইতিহাস আছে চীনের!
এর আগেও চীনারা বহুবার ‘ফাইনাল ওয়ার্নিং’ দিয়ে মার্কিনিদের শেষবারের মতো সতর্ক করেছে। কিন্তু চীন নাকি যত গর্জে তত বর্ষে না! এমনকি রুশ ভাষায় বিদ্রুপাত্মক একটি প্রবাদই আছে যার অর্থ ‘চীনের শেষ সতর্কতা’।