'রাম সেতু' সিনেমায় একাই ৫০ কোটি রূপি পারিশ্রমিক নিয়েছেন অক্ষয় কুমার!
শনিবার পর্যন্ত বক্স অফিসে প্রায় ৪৯ কোটি রূপি আয় করেছে ‘রাম সেতু’। সেখানে ছবির পারিশ্রমিক বাবদ অক্ষয় নিজেই নিয়েছেন ৫০ কোটি রূপি! তাই এই ছবি শেষ পর্যন্ত কতটা ব্যবসাসফল হবে সেদিকেই নজর থাকবে সিনেমা...