মৃত্যুর পর অ্যামাজনে বিক্রির শীর্ষে পেলের আত্মজীবনী

পেলে নিজের জীবনের স্মরণীয় সেই মুহূর্তগুলোই লিখে গেছেন তার আত্মজীবনী ‘হোয়াই সকার ম্যাটারস’ নামের আত্মজীবনীতে। এছাড়াও বৈশ্বিক পরিমণ্ডলে ফুটবলের ধীরে ধীরে যে বিকাশ সেটিও বইয়ে তুলে ধরেছেন তিনি।