চীনের ওপর ১০% শুল্কারোপে বাংলাদেশের খুব বেশি লাভ নেই: ড. মোস্তাফিজুর রহমান
১ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানির ক্ষেত্রে মেক্সিকো ও কানাডার ওপর ২৫ শতাংশ এবং চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ কার্যকর করছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউজের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি। ট্রাম্পের এই সিদ্ধান্তে বিশ্ব বাণিজ্য পরিস্থিতি কী হবে? বাংলাদেশই বা এর থেকে কতটা লাভবান বা ক্ষতিগ্রস্থ হবে তা নিয়ে টিবিএস পডকাস্টে কথা বলেছেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।