ঘুমই চাকরি: বেতন আড়াই লাখ টাকা!
এমন চাকরি সত্যিই থাকলে কেমন হতো, একবার ভাবুন তো! কেমন হতো যদি ঘুমের জন্য লাখ লাখ টাকা 'বেতন' দেওয়া হতো আপনাকে?
সম্প্রতি 'স্লিপ জাংকি' প্ল্যাটফর্মটি এমনই একজন স্লিপিং বিউটিকে খুঁজছে, যাকে ঘুমের জন্য বেতন দেওয়া হবে!
সংস্থাটি জানায়, 'এই স্লিপিং বিউটি আমাদের অফিসিয়াল মেট্রেসগুলো ব্যবহার করবেন। পরখ করে দেখবেন। মেট্রেসগুলো সম্পর্কে ভালো-মন্দ সঠিক পরামর্শ দেবেন আমাদের।'
সংস্থাটির ইন-হাউস স্লিপ বিশেষজ্ঞ ডরোথি চেম্বারস লিখেছেন, 'মহামারির বড় প্রভাব পড়েছে মানুষের ঘুমের ওপরও।'
এই 'চাকরি'র জন্য কী কী যোগ্যতা থাকতে হবে, সে সম্পর্কে সংস্থাটি জানায়, ভালো লেখালেখি করার পাশাপাশি তাকে ভালো ঘুমোতে পারতেও হবে।
কোনো বাধা ছাড়া শান্তিতে যেন ঘুমোতে পারেন, সেজন্য তাকে একাই ঘুমোতে হবে এবং নির্বাচিত হওয়ার পর সংস্থাটি দুই মাসের মধ্যে তাকে তিনটি মেট্রেস পাঠাবে।
ঘুম কেমন হলো, তার ওপর নির্ভর করে মেট্রেসগুলোর ভালো-মন্দ যাচাই করতে হবে তাকে।
এই ভালো-মন্দ পর্যালোচনার সময় পার হয়ে গেলে বিনামূল্যেই পছন্দসই মেট্রেস নিজের জন্য নির্বাচন করতে পারবেন এই স্লিপিং বিউটি। সেইসঙ্গে বেতন হিসেবে জুটবে ৩০০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় আড়াই লাখের উপরে!
তাই এ কথা অস্বীকারের কোনো উপায় নেই, যদি ঘুমোতে ভালোবাসেন, তবে এটি আপনার জন্য এক দারুণ চাকরি!
- সূত্র: সিএনএন