প্রেমিকার বাড়ির নিচে সুড়ঙ্গ খুঁড়ে আটক প্রেমিক
নিজে বিবাহিত হয়েও অন্য এক বিবাহিত নারীর সঙ্গে প্রেমে জড়িয়ে পরেন এবং প্রেমিকার সঙ্গে দেখা-সাক্ষাতের জন্য বের করেন এক অভিনব উপায়। কিন্তু বিধিবাম! অবশেষে প্রেমিকার 'বেরসিক' স্বামীর হাতে ধরা পড়ে আন্তোনিওর ওই গোপন প্রণয়ের ঘটেছে যবনিকা। ঘটনাটি মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির।
ওই শহরে নানা জায়গায় গোপন নেটওয়ার্ক স্থাপনের জন্য সুড়ঙ্গ খোঁড়া খুব নতুন কিছু নয়। অবৈধ মাদক চোরাচালান কিংবা দামি জিনিস কালোবাজারে পাচার করা ইত্যাদি কাজে প্রায়ই সুড়ঙ্গ ব্যবহার করা হয় সেখানে। কিন্তু মেক্সিকো সিটির ভিলা দে প্রাডোর বাসিন্দা আন্তোনিও নিজের গোপন প্রণয় টিকিয়ে রাখতে এই সুড়ঙ্গ-কৌশলের শরণাপন্ন হয়েছিলেন। পার্শ্ববর্তী শহর টিজুয়ানার বাসিন্দা পামেলার সঙ্গে গড়ে উঠেছিল তার প্রেম। এদিকে পামেলা বিবাহিতা। তাই নিজের বাড়ি থেকে পামেলার বাড়ি পর্যন্ত মাটির নিচ দিয়ে এক সুড়ঙ্গ তৈরি করেন আন্তোনিও। সেই সুড়ঙ্গ গিয়ে পৌঁছেছিল পামেলার শোবার ঘরে।
প্রতিদিন পামেলার স্বামী জর্জ যখন কাজে বেরিয়ে যেতেন, তখন ওই সুড়ঙ্গ দিয়ে প্রেমিকার সঙ্গে মিলিত হতেন আন্তোনিও। কিন্তু একটি কাজ করতে তারা ভুলে গিয়েছিলেন: পামেলার স্বামী যদি কখনো আগেভাগেই বাড়ি ফিরে আসেন, তখন কী করণীয়, তা ঠিক করে রাখা।
তাই একদিন যখন দুজনেই নিজেদের ভালোবাসায় মত্ত, সেই মুহূর্তে বাড়িতে প্রবেশ করেন পামেলার স্বামী জর্জ। আন্তোনিও যদিও তাদের 'লাভ টানেলে'র মধ্যে ঢুকে গিয়ে আত্মরক্ষার চেষ্টা চালান, কিন্তু শেষ রক্ষা হয়নি। জর্জ সারা ঘর খুঁজে এক সময় খাটের নিচে তাকান এবং তাদের সেই সুড়ঙ্গ আবিষ্কার করেন।
বিস্ময়ে হতবাক হয়ে জর্জ সেই সুড়ঙ্গ ধরে এগোতে থাকেন এবং এক সময় গিয়ে পোঁছান আন্তোনিওর বাড়িতে। আন্তোনিও তার কাছে হাতজোড় করে ক্ষমা চাইতে থাকেন কোনো হই-হল্লা না করতে; কারণ, পাশের ঘরে থাকা আন্তোনিওর স্ত্রী ও জানতেন না তার এই বিবাহবহির্ভূত সম্পর্কের কথা।
কিন্তু তাতে কি আর দমবার পাত্র জর্জ? বরং এই কথায় তার রাগ আরও বেড়ে যায় এবং দুজনে মারামারিতে জড়িয়ে পড়েন।
অচেনা একজন পুরুষের হাতে স্বামীকে মার খেতে দেখে আন্তোনিওর স্ত্রী পুলিশে ফোন করেন। অবশেষে নিরুপায় হয়ে পুলিশের কাছে সবকিছু স্বীকার করেন আন্তোনিও।
আন্তোনিওর এই 'লাভ টানেলে'র ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভাইরাল হয়ে যায়।
- সূত্র: অডিটি সেন্ট্রাল