যেখানে প্রতি ৮ জনে ১ জন কোটিপতি!
একবার ভাবুন তো, আশেপাশে যেদিকেই তাকাচ্ছেন সেদিকেই জৌলুশ আর অর্থের ছড়াছড়ি। কেমন হতো বিষয়টা? মন্দ হতো না নিশ্চয়ই। তবে সুইজারল্যান্ডের শুইতজ এবং জুগ এলাকার মানুষের জন্য এ যেন নিত্যদিনের ঘটনা। সেখানে প্রতি আটজন বাসিন্দার মধ্যে গড়ে একজন কোটিপতি।
সুইস সংবাদপত্র সোনট্যাগসব্লিক-এর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। কর ও সম্পদের তথ্যসহ সরকারি পরিসংখ্যান ও বিশ্লেষণের উপর ভিত্তি করে রোববার উক্ত প্রতিবেদনটি প্রকাশ করেছে সংবাদপত্রটি।
সুইজারল্যান্ডের মধ্যভাগে অবস্থিত শুই্জত এবং জুগের বাসিন্দাদের ব্যক্তিগত করের হার জুরিখ এবং জেনেভাসহ অন্যান্য ঘনবসতিপূর্ণ এলাকার তুলনায় কম।
লুসার্ন বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অর্থনীতির অধ্যাপক ক্রিস্টোফ স্ক্যালটেগার বলেন, শুইতজ এবং জুগের এই চিত্র দেখলেই বোঝা যায় আন্তঃআঞ্চলিক কর প্রতিযোগিতা দারুণ একটি ব্যাপার।
তিনি সোনটাংব্লিকে বলেন, "এটি দূরবর্তী এবং কাঠামোগতভাবে দুর্বল অঞ্চলগুলোকে আকর্ষণীয় শহুরে কেন্দ্রগুলির বিরুদ্ধে নিজেদের জাহির করার সুযোগ দেয়।"
২০১৭ সালে সুইজারল্যান্ডের প্রতি এক হাজার কর দাতার মধ্যে কোটিপতির সংখ্যা ছিল ৬২। ১৯৬৯ সালেও প্রতি এক হাজার জনে এ সংখ্যা ছিল ১১।
কর প্রস্তুতি সেবা ট্রান্সফর্মা এজির তথ্যানুসারে, সুইজারল্যান্ডের বার শহরের বাসিন্দারা প্রতি ১ লাখ সুইস ফ্রাঙ্কে (১০৯,৪৫০ ডলার) প্রায় ৭.৫ শতাংশ ব্যক্তিগত কর দিয়ে থাকেন। অন্যদিকে একই পরিমাণ সম্পদের বিপরীতে জেনেভার বাসিন্দারা প্রায় ১৬ শতাংশ কর পরিশোধ করেন।
- সূত্র: ব্লুমবার্গ