১০০ মোমবাতি জ্বালিয়ে প্রেমের প্রস্তাব, আগুনে পুড়ে ছাই প্রেমিকের ঘর
শতাধিক মোমবাতি জ্বালিয়ে, ফিল্মি কায়দায় বান্ধবীকে দিতে গিয়েছিলেন প্রেমের প্রস্তাব। আর তাতেই গোলমাল লেগে গেল। প্রেমের নয়, মোমের আগুনে ছারখার হলো ওই প্রেমিকের ঘর!
ঘটনাটি ইংল্যান্ডের সাউথ ইয়র্কশায়ারের।
কীভাবে লাগল আগুন? বান্ধবীকে ঘরে নিয়ে আসার আগে নিজের অ্যাপার্টমেন্টে প্রচুর মোমবাতি জ্বালিয়ে, বেলুন লাগিয়ে, ওয়াইন ভরে চমক দেওয়ার মতো সব প্রস্তুতিই সেরে রেখেছিলেন ওই ব্যক্তি। কিন্তু শেষ পর্যন্ত নিজেই চমকে গেলেন। কারণ বান্ধবীকে নিয়ে বাড়ি আসার পর দেখলেন, তার অ্যাপার্টমেন্টটি দাউদাউ করে জ্বলছে আগুনে!
সাউথ ইয়র্কশায়ার ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ জানিয়েছে, ওই ব্যক্তি তার বান্ধবীকে গাড়ি করে নিজের বাড়ি নিয়ে আসার পর দেখেন, তার ঘরে আগুন জ্বলছে। আসলে তিনি যেখানে মোমবাতি জ্বালিয়ে রেখে গিয়েছিলেন, তার কাছেই জ্বালিয়ে রেখে গিয়েছিলেন একটি টেবিল ল্যাম্পও। এর ফলে আগুন লেগে যায়।
ফায়ার সার্ভিসের তিনটি ইঞ্জিনের তৎপরতায় ওই আগুন নেভানো সম্ভব হয় অবশ্য। তবে ততক্ষণে সর্বনাশ যা হওয়ার, হয়ে গেছে! তার ঘরের প্রায় সব আসবাবপত্র ছাই হয়ে গেছে পুড়ে!
পুড়ে যাওয়া আসবাবপত্রের ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। সেখানে একজন মন্তব্য লিখেছেন, 'এরপরও মানুষ বলবে, প্রেমে পড়া বিপজ্জনক নয়!'
তবে স্বস্তির খবর, ওই অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। জানা গেছে, এরপর শুধু প্রেমের প্রস্তাবই নয়, ওই লোকের বিয়ের প্রস্তাবেও 'হ্যাঁ' বলে দিয়েছেন তার বান্ধবী।
- সূত্র: এনডিটিভি