সাইকেলে চেপে বাড়ি ফিরলো খারকিভ চিড়িয়াখানা থেকে পালিয়ে যাওয়া সেই শিম্পাঞ্জি!
ইউক্রেনের খারকিভ সিটি চিড়িয়াখানা থেকে পালিয়ে যাওয়া সেই শিম্পাঞ্জিকে চিড়িয়াখানায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন চিড়িয়াখানার এক কর্মী। তবে এর জন্য তাকে বেশ বুঝিয়েসুঝিয়ে আনতে হয়েছে এবং শিম্পাঞ্জিটি চিড়িয়াখানায় ফিরেছে সাইকেলে চেপে!
জানা গেছে, 'চিচি' নামের ওই শিম্পাঞ্জিকে বুঝাতে বেশ বেগ পেতে হয়েছছিল চিড়িয়াখানার স্টাফদের। চিড়িয়াখানা থেকে পালানোর পর শহরের রাস্তায় ও পার্শ্ববর্তী এক পার্কে ঘুরেফিরে বেড়াচ্ছিল সে। কিন্তু বৃষ্টি আরম্ভ হতেই সে একজন কিপারের কাছে দৌড়ে চলে আসে। ঐ কর্মী তার গায়ে একটি হলুদ জ্যাকেট পরিয়ে দেন। এরপর একে অপরকে আলিঙ্গন করেন এবং চিচিকে সাইকেলে বসিয়ে চিড়িয়াখানায় ফিরিয়ে আনা হয়।
ইউক্রেনে চলমান যুদ্ধের আতঙ্ক-বেদনার মধ্যেই চিচির বাড়ি ফেরার মুহূর্তের ভিডিও দেশটির সাধারণ মানুষের জন্য আনন্দের খোরাক হয়েছে।
চিচি নিরাপদে চিড়িয়াখানায় ফিরে এসেছে বলে ইউক্রেনের পাবলিক ব্রডকাস্টারকে নিশ্চিত করেছেন চিড়িয়াখানার পরিচালক ওলেক্সি রিহোরিয়েভ।
ইউক্রেনে যুদ্ধ শুরুর প্রথম দিকে চিচিকে খারকিভ অঞ্চলের ফ্রন্টলাইনে অবস্থিত আউটডোর চিড়িয়াখানা, ফেল্ডম্যান ইকোপার্ক থেকে সরিয়ে আনা হয়। এদিকে খারকিভে প্রতিনিয়তই গোলাবর্ষণ চললেও, খারকিভ সিটি চিড়িয়াখানার অঞ্চলটি অপেক্ষাকৃত কম আঘাতপ্রাপ্ত হয়েছে। কারণ এ অঞ্চলের প্রধান প্রশাসনিক ভবনগুলো গত মার্চেই ধ্বংস করা হয়েছে।
শিম্পাঞ্জি চিচির এখনো বিপজ্জনক পরিস্থিতির মধ্যেই থাকলেও, ফেল্ডম্যান ইকোপার্ক ছেড়ে আসাটা তার জন্য সৌভাগ্যের বিষয়ই বলতে হয়। কারণ ওই চিড়িয়াখানা থেকে প্রাণীদের সরিয়ে আনার আগেই শতাধিক প্রাণী মারা যায় বলে জানিয়েছেন চিড়িয়াখানাটির মালিক ওলেকজান্ডার ফেল্ডম্যান।
সূত্র: দ্য গার্ডিয়ান