দুধ দোয়ানোর ভয়ে ‘ঘুমের ভান’ ধরে পড়ে থাকে এই গরু
দুধ দোয়ানো হবে, এই ভয়ে ঘুমানোর 'ভান' ধরে পড়ে থাকে একটি গরু। সেই গরুটিকে নিয়ে হইচই পড়ে গেছে অনলাইন দুনিয়ায়। খবর বিবিসির।
ঘটনাটি ইংল্যান্ডের আইল অভ ওয়াইট-এর। গরুটির নাম ডরিস। যুক্তরাষ্ট্রের একটি খবরের প্রোগ্রামেও গরুটিকে নিয়ে প্রতিবেদন হয়েছে। আর ডরিসের ভিডিও টিকটকে ১.৫ মিলিয়ন ভিউ পেয়েছে।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একজন খামারি ডরিসের কাছে এসে দুধ দোয়ানোর চেষ্টা করছেন। কিন্তু গরুটি উঠে দাঁড়াতে নারাজ, বারবার মাটিতে মাথা রেখে শুয়ে পড়ছে।
ভিডিওটি ধারণ করেছেন জন ব্রডি নামের একজন খামারি। ভিডিওতে শোনা যায়, ব্রডি বলছেন, 'সবাই দুধ দোয়ানোর জন্য তৈরি হও, ডরিস ছাড়া।'
ব্রডি জানান, তার স্ত্রী লরাকে দেখানোর জন্য ওই ঘটনার ভিডিও ধারণ করেছিলেন তিনি। এরপর লরা মজা পেয়ে ভিডিওটি টিকটকে শেয়ার করেন।
লরার শেয়ার করা ওই ভিডিও রেডিও ওয়ান-এর ডিজে গ্রেগ জেমসের চোখে পড়ে। জেমস পরদিনই তার শোতে ওই ভিডিওর অডিও বাজিয়ে শোনান।
তারপরই ওই ভিডিও ভাইরাল হয়ে যায়। হাজারো মানুষের সমর্থন আর সহানুভূতি পায় ডরিস। এক ব্যক্তি লেখেন, 'আমিও ডরিস।'
বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রডি বলেন, ডরিসের প্রতি সহানুভূতি জানিয়ে হাজার হাজার মানুষ মেসেজ পাঠিয়েছে তাকে।
তিনি বলেন, 'ডরিসের ব্যক্তিত্ব অসাধারণ—ও এখন যতটা না গরু, তারচেয়ে বেশি মানুষ।'