আইকিয়া’র অনুকরণে বৈদ্যুতিক গাড়ি কয়েক অংশে সাশ্রয়ী মূল্যে বাড়ি পৌঁছে যাচ্ছে!
বিশ্ববাজারে প্রতিনিয়ত বাড়ছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা। এমতবস্থায় প্রতিষ্ঠিত অটোমোবাইল কোম্পানিগুলোর সাথে পাল্লা দিয়ে নিজেদের ব্যবসা প্রসারের চেষ্টা করছে উঠতি বহু কোম্পানি।
একইসাথে অটোমোবাইল কোম্পানিগুলো বিশ্বের নানা প্রান্তে নিজেদের বৈদ্যুতিক গাড়ি পৌঁছে দিতে নিচ্ছে অভিনব সব কৌশল। লাভলী সুইডেনের এমনই একটি ইলেকট্রিক গাড়ি নির্মাতা কোম্পানি। খবর এলপেইসের।
লাভলী মূলত আকারে ছোট, দূষণমুক্ত ও রিসাইকেলযোগ্য গাড়ি উৎপাদন করে থাকে। পাশাপাশি কোম্পানিটি বিশ্বব্যাপী নিজেদের ব্যবসা সম্প্রসারণে ভিন্নধর্মী এক ডেলিভারি সিস্টেম চালু করে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে।
গাড়ি ডেলিভারিতে খরচ সাশ্রয় করতে লাভলী মূলত স্বদেশী ফার্নিচার ব্র্যান্ড আইকিয়া'র কৌশল অনুকরণ করছে। এক্ষেত্রে কোম্পানিটি প্রথমে গাড়ির যন্ত্রাংশগুলো আলাদা করে কয়েক অংশে তৈরি করে। এরপর সেইসব যন্ত্রাংশ টুকরো টুকরো অংশে রপ্তানি করে পরবর্তীতে মূল গাড়ি তৈরি করে।
এতে করে লাভলী কোম্পানির শিপমেন্ট খরচ অনেকাংশে কমে আসে। উদাহরণস্বরূপ, পুরো আস্ত গাড়ি তৈরি করে তা শিপমেন্ট করলে একটি কন্টেইনারে সর্বোচ্চ চারটি গাড়ি পাঠানো সম্ভব হয়। সেক্ষেত্রে কয়েক অংশে পাঠানো হলে মোট ২০ টি গাড়ি একটি কন্টেইনারে পাঠানো যায়।
এক্ষেত্রে আইকিয়া থেকে একটু ব্যতিক্রমী লাভলী কোম্পানি। ফার্নিচার ব্র্যান্ড আইকিয়া ফার্নিচারের কয়েক অংশ পাঠানোর পর গ্রাহককেই সে অংশগুলো সংযোজন করতে হয়।
তবে লাভলী কোম্পানি শিপমেন্টের পর গাড়ির কয়েক অংশ একসাথে করে পুরো গাড়ি প্রস্তুত করে গ্রাহকের কাছে পৌঁছে দেয়। এই কাজটি করার জন্য কোম্পানিটি বিশ্বের বিভিন্ন দেশে নিজস্ব ফ্যাক্টরিও স্থাপন করেছে।
ইতোমধ্যেই 'লাভলী জিরো' মডেলের গাড়িটি কয়েক অংশে রপ্তানি করা হচ্ছে। একইসাথে কোম্পানিটি তিন চাকার স্পোর্টস গাড়ি ও ছোট ভ্যান গাড়ির ক্ষেত্রেও এই পদ্ধতিতে রপ্তানি করার পরিকল্পনা করছে। ধীরে ধীরে কোম্পানিটি সব মডেলের গাড়িই টুকরো টুকরো আকারে রপ্তানি করবে।
'লাভলী জিরো' মডেলের গাড়িটি মূলত শুধু শহর এলাকায় ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে। আকারে খুবই ছোট এ গাড়িটি রাস্তায় চলাচলের সময় খুবই কম জায়গা দখল করে।
গাড়িটির ডিজাইন খুবই সাধারণ ধরণের; এর উইন্ডশিল্ড আকারে বেশ বড় ও পেছনের দিকের আকৃতি একদম সোজা। গাড়িটির ভেতরে রয়েছে মাত্র দুইটি সিট এবং মালপত্র রাখার জন্য একটি ট্রাঙ্ক স্পেস।
'লাভলী জিরো' গাড়িটি লম্বায় ৯ ফিট, প্রস্থে ৫ ফিট এবং উচ্চতায় ৪.৭ ফিট। গাড়িটি ওজনেও অন্য গাড়ির তুলনায় অনেক হালকা; মাত্র ৮৪০ পাউন্ড।
শুধু শহরে চলাচলের জন্য তৈরি করায় গাড়িটির গতির দিকে ইচ্ছে করেই খুব একটা নজর দেওয়া হয়নি। তাই গাড়িটি ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ মাইল পর্যন্ত চলতে পারে।
'লাভলী জিরো' মডেলের বৈদ্যুতিক গাড়িটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর ৬.৪ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ব্যাটারি। ব্যাটারিটি দুইটি মডিউলে ভাগ করা থাকে; প্রতিটি মডিউলের ওজন ৩৩ পাউন্ড। এটিকে খুব সহজেই বাড়িতে চার্জ দেওয়া যায়।
একইসাথে পরিবেশবান্ধব এই গাড়িটি চালাতে খুবই কম পরিমাণ বিদ্যুতের দরকার হয়। এক চার্জে গাড়িটি প্রায় ৬০ মাইল দূরত্ব যেতে পারে।
লাভলী কোম্পানির ওয়েবসাইট থেকেই গাড়িটি সরাসরি অর্ডার করা যাচ্ছে। এক্ষেত্রে গ্রাহককে গুণতে হবে সর্বনিম্ন ১১ হাজার মার্কিন ডলার।
সূত্র: এল পাইস