বাংলাদেশে সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের সেডান গাড়ির সংযোজন শুরু
দেশের গাড়ি শিল্পে বৈচিত্র্য আনতে এবং স্থানীয় গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে গাড়ি সরবরাহ করতে বাংলাদেশে বিশ্বমানের নতুন সেডান গাড়ির সংযোজন শুরু হয়েছে।
সরকারি মালিকানাধীন শীর্ষ অটোমোবাইল প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পিআইএল) কোরিয়ান বিখ্যাত কিয়া ব্র্যান্ডের ১,৬০০ সিসি সেরাটো মডেলের গাড়ির সংযোজন ও বাজারজাত শুরু করেছে। অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ এই সেডান গাড়িগুলোর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৫ লাখ টাকা। প্রগতির সেলস সেন্টারে এই গাড়ি বর্তমানে ক্রয়ের জন্য পাওয়া যাচ্ছে।
গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশন (বিএসইসি) সম্মেলন কক্ষে পিআইএলের ৫৩তম বার্ষিক সাধারণ সভায় এই তথ্য প্রকাশ করা হয়।
বিএসইসি চেয়ারম্যান ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অতিরিক্ত সচিব এম মনিরুজ্জামানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
পিআইএল সূত্রে জানা যায়, গত ২৯ নভেম্বর প্রতিষ্ঠানটির চট্টগ্রামে অবস্থিত নতুন অফিস ও কারখানা পরিদর্শনের সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং শিল্প সচিব জাকিয়া সুলতানা আনুষ্ঠানিকভাবে সেডান গাড়ির সংযোজন উদ্বোধন করেন।
বার্ষিক সাধারণ সভায় প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম আবুল কালাম আজাদ বলেন, প্রগতি সরকারি ও বেসরকারি খাতে গাড়ি সরবরাহের মাধ্যমে দেশের সেবা প্রদান করছে। এ বছর প্রতিষ্ঠানটি ৭২ দশমিক ৬২ কোটি টাকা লাভ করেছে এবং সরকারি কোষাগারে ১৬৮ দশমিক ৮৯ কোটি টাকা জমা দিয়েছে।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রগতির বোর্ড সদস্য, অতিরিক্ত সচিব এম শামিনুল হক, অতিরিক্ত সচিব ও পরিবহন কমিশনার এম আবুল হাসনাত হুমায়ুন কবীর, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ, বিএসইসির যুগ্ম সচিব ও পরিচালক (অর্থ) এম ওসমান গনি, এবং যুগ্ম সচিব ফারিদা ইয়াসমিন।