তিন মিনিটের জুম কলে ৯০০ কর্মীকে ছাঁটাই করলেন সিইও
"আপনি যদি এই কলে উপস্থিত থেকে থাকেন, তাহলে বলতেই হচ্ছে আপনি সেই দুর্ভাগাদের একজন যাকে ছাঁটাই করা হচ্ছে", হ্যা জুম কলটির ভিডিও বার্তায় এমন বক্তব্যই পাওয়া গেছে।
সেই এক জুম কলে নিউইয়র্কের বন্ধকী ঋণদাতা প্রতিষ্ঠাতা বেটার ডট কমের ৯০০-র বেশি কর্মীকে একসাথে ছাঁটাই করা হয়েছে। বার্তা সংস্থা সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে এমনটি।
গত বুধবার জুম ওয়েবিনারটি সম্পন্ন হয় যেখানে বেটার ডটের প্রবাসী ভারতীয় সিইও বিশাল গর্গ ঘোষণা দেন, কোম্পানির ১৫ শতাংশ কর্মীকে একযোগে ছাঁটাই করা হচ্ছে।কয়েক দিনের মধ্যে ছুটির মৌসুম শুরু হবে। তার আগে গুরুত্বপূর্ণ বৈঠকে ডাকা হয়েছিল এসব কর্মীকে।
প্রতিষ্ঠানটির চীফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) কেভিন রায়ান পরে এক বিবৃতিতে সিএনএনকে জানান, প্রতিনিয়ত পরিবর্তিত মালিকানার বাজারে কোম্পানিটির 'ফোকাসড' জনশক্তিকে ধরে রাখার উদ্দেশ্যেই এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া।
মার্কিন বিজনেস ম্যাগাজিন ফরচুন তাদের প্রতিবেদনে লিখেছে, গর্গের মতে এই কর্মীরা অনুৎপাদনশীল (আনপ্রডাক্টিভ) ছিলেন; তাছাড়া সহকর্মী এবং গ্রাহকদের কাছ থেকে তাদের বিরুদ্ধে 'চুরির' অভিযোগ আনা হয়েছে।
বৈঠকে বিশাল জানান, এ নিয়ে দ্বিতীয়বার কর্মী ছাঁটাই করছেন তিনি।
তিনি বলেন, "বাজার দ্রুত বদলাচ্ছে। বাজারে টিকে থাকতেই কোম্পানিকে এই কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে। এই সিদ্ধান্ত আমার, তাই আমার থেকেই শোনা উচিত ছিল আপনাদের। এই নিয়ে দ্বিতীয়বার কর্মী ছাঁটাই করছি আমি। যা অত্যন্ত কঠিন কাজ। আমি সত্যিই এটা করতে চাই না। এর আগেরবার ভীষণ কেঁদেছিলাম। আশা করছি, এবার শক্ত থাকতে পারব। এই মুহূর্ত থেকে আপনারা এই সংস্থার কর্মী নন।''
ইতিমধ্যে ওই জুম কলের ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছাঁটাই হওয়া কর্মীদের একাংশই তা প্রকাশ্যে এনেছেন।
- সূত্র- হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার পত্রিকা