১১ মাসে ১২ বার কোভিড টিকা নেওয়ার দাবি বৃদ্ধের!
ভারতের বিহারের এক অশীতিপর বৃদ্ধ দাবি করেছেন, গত ১১ মাসে তিনি ১২ বার কোভিড টিকা নিয়েছেন। বৃদ্ধের এই দাবি ঘিরে হইচই পড়ে গিয়েছে বিহারে।
বিহারের রাজধানী পাটনা থেকে ২৪০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত মাধেপুরা জেলার বাসিন্দা ব্রহ্মদেব মণ্ডল গত মঙ্গলবার করোনার টিকা নেন। তারপরেই তিনি দাবি করেন, গত ১১ মাসে তিনি এই নিয়ে দ্বাদশবার করোনা টিকা নিয়েছেন। তার এই দাবির পরই বিহার সরকার এই সংক্রান্ত তদন্ত শুরু করেছে।
৮৪ বছর বয়সী ব্রহ্মদেবের দাবি, ৯ বার তিনি নিজের ফোন নম্বর ও ভোটার আইডি কার্ড দেখিয়েই টিকা নিয়েছেন। বাকি তিনবার ব্রহ্মদেব নিজের স্ত্রীর ভোটার আইডি কার্ড ও ফোন নম্বর দেখিয়ে টিকা নিয়েছেন।
এই প্রসঙ্গে মাধেপুরা জেলার সিভিল সার্জন ড. অমরেন্দ্র প্রতাপ শাহী জানান, এভাবে একাধিকবার রেজিস্টার করে করোনা টিকা নেওয়া যায় না। পাশাপাশি ব্রহ্মদেবের 'মানসিক স্থিতি' নিয়ে প্রশ্ন তোলেন অমরেন্দ্র প্রতাপ। তিনি বলেন, 'আমার মনে হল তার মানসিক ভারসাম্য ঠিক নেই। তিনি আবার দাবি করেছেন যে টিকা নিয়ে তার জয়েন্টের ব্যথা কমেছে, ক্ষিদে বেড়েছে।'
ব্রহ্মদেব মণ্ডল দাবি করেন, তিনি গত বছরের ১৩ ফেব্রুয়ারি প্রথম টিকা নিয়েছিলেন। এরপর ২৪ সেপ্টেম্বরের মধ্যে তিনি একই ভোটার আইডি কার্ড এবং মোবাইল নম্বর ব্যবহার করে নয়বার ভ্যাকসিন নিয়েছেন। দাবি অনুযায়ী, গত বছরের ১৩ ফেব্রুয়ারির পর ১৩ মার্চ, ১৯ মে, ১৬ জুন, ২৪ জুলাই, ৩১ আগস্ট, ১১ সেপ্টেম্বর, ২২ সেপ্টেম্বর, ২৪ সেপ্টেম্বর, ২৮ ডিসেম্বর, ৩০ ডিসেম্বর এবং চলতি বছরের ৪ জানুয়ারি ভ্যাকসিন নিয়েছেন তিনি।