মেক্সিকান লেখিকার সাথে গার্সিয়া মার্কেসের বিবাহবহির্ভুত সম্পর্ক, ছিল একটি কন্যাসন্তানও
নোবেল বিজয়ী কলম্বিয়ান লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস একবার বলেছিলেন, মানুষের জীবন থাকে তিনটি: পাবলিক, ব্যক্তিগত এবং গোপনীয়। তার মৃত্যুর প্রায় আট বছর পর, তার জীবনেরই গোপন তথ্য বেরিয়ে এলো। মেক্সিকান এক লেখিকার সাথে বিবাহবহির্ভুত সম্পর্ক ছিল গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের।
নব্বইয়ের দশকে মেক্সিকান লেখিকা সুজানা ক্যাটোর সাথে সম্পর্ক ছিল গার্সিয়া মার্কেজের। দুটি চলচ্চিত্রের স্ক্রিপ্টে কাজ করার সময় তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে বলে উঠে এসেছে টাইমস ইউকের এক রিপোর্টে।
নিজের থেকে ৩৩ বছরের ছোট এই লেখিকার সাথে একটি মেয়েও আছে তার।
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামানুসারে তাদের মেয়ের নাম রাখা হয় ইন্দিরা। ১৯৮২ সালে নোবেল পাওয়ার পর গার্সিয়া মার্কেসকে অভিনন্দন জানানো প্রথম ব্যক্তিও ছিলেন ইন্দিরা।
বর্তমানে ৩০ এর কোঠায় থাকা ইন্দিরা তার মায়ের নামেই পরিচিত।
ইন্দিরার জন্মের সময় মের্সেদেস বার্চার সাথে বৈবাহিক সম্পর্ক ছিল গার্সিয়া মার্কেসের। পাঁচ দশকেরও বেশি সময় ধরে দাম্পত্য জীবনে আবদ্ধ ছিলেন তারা। এ দম্পতির ঘরে রয়েছে রদ্রিগো এবং গঞ্জালো নামে দুটি সন্তান।
তাদের পরিবারের কিছু সদস্য জানান, ২০০০ সালে মের্সেদেস বার্চার মৃত্যুর আগে তার সম্মানে মার্কেসের মেয়ের সম্পর্কে কথা বলা হয় নি।