ধনী হলেও কোটিপতিদের তালিকায় রতন টাটার নাম নেই কেন?
ফোর্বসের তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কে? এর উত্তর সবাই জানেন, ইলন মাস্ক। মাস্কের মোট সম্পত্তির মূল্য ২১ হাজার ৯০০ কোটি ডলার। এই তালিকায় বিশ্বের সেরা ধনকুবেরদের মধ্যে নাম রয়েছে গৌতম আদানি ও মুকেশ আম্বানির। কিন্তু এই তালিকায় কি সব উত্তর পাওয়া যায়? রতন টাটা সম্পর্কে বিস্তারিত জানলে অনেকেরই দৃষ্টিভঙ্গিই বদলে যেতে পারে।
ভারতে রতন টাটা নিঃসন্দেহে সবচেয়ে প্রিয় এবং প্রশংসিত একজন ব্যক্তি। একজন সফল শিল্পপতি হওয়া ছাড়াও, উদার ও জনহিতৈষী মানুষ হিসেবেও রতন টাটা সবার কাছে প্রশংসিত। তার সাফল্যে কোনো দাগ নেই। দেশের প্রতি তার নানা অবদান ভারতবাসীর মন জয় করেছে। সমাজকে ফিরিয়ে দেওয়াই যে গুরুত্বপূর্ণ কাজ তা প্রমাণ করেছেন রতন টাটা।
কিন্তু, কেন ধনী ব্যক্তিদের তালিকায় নাম নেই রতন টাটার?
আইএলএফএল ওয়েলথ এর 'হুরুন ইন্ডিয়া রিচ' তালিকা বলছে, ভারতে সবচেয়ে বড় শিল্পপতি এবং জনহিতৈষী রতন টাটার আগে আরো ৪৩২ জন ধনী ব্যক্তি রয়েছেন। প্রায় ৬০ বছর ধরে যে গ্রুপ ভারতে ব্যবসা করছে, সেই গ্রুপের মালিক রতন টাটার সহজেই ধনী ভারতীয়দের মধ্যে প্রথম দশে থাকার কথা।
কিন্তু তা হয়নি। ধারণা করা হয়, রতন টাটা তার লাভের একটি বড় অংশ জনহিতকর কাজে ব্যয় করেছেন। সে কারণেই তিনি ধনী তালিকার শীর্ষে উঠে আসেননি। টাটা গ্রুপকে শুধু ভারতের না, সারা বিশ্বের মধ্যেও অন্যতম বড় গোষ্ঠী হিসেবে মনে করা হয়।
টাটা সন্সের ইক্যুইটির ৬৬ শতাংশ টাটা ট্রাস্টের হাতে রয়েছে। এর লভ্যাংশ সরাসরি ট্রাস্টের জনহিতকর কাজের জন্য দেওয়া হয়। দানের কারণেই গ্রুপের আয় টাটার ব্যক্তিগত আর্থিক অবস্থাকে প্রভাবিত করে না।
রতন টাটা এবং তার পরিবার কোম্পানির প্রতিষ্ঠার পর থেকেই নানা জনসেবামূলক কাজে জড়িত ছিলেন।
সূত্র: ইন্ডিয়া টাইমস