গবাদী পশুর বীমা!
গরু, ছাগল, হাঁস-মুরগি সহ গবাদী পশুর জন্য বীমা চালু হচ্ছে বাংলাদেশে। ২০১৯-২০ অর্থবছরের বাজেটে এ সুবিধা অন্তর্ভুক্ত হয়েছে।
মানুষের বীমা তো আছেই, এর সঙ্গে সঙ্গে বীমা আছে গাড়ি, বাড়ির জন্যও। শুধু তাই নয়, খেলোয়াড়দের আছে হাত-পায়ের বীমা,নৃত্যশিল্পীদের আছে পায়ের বীমা, বন্দুক চালক আর তীরন্দাজদের আছে আঙ্গুলের বীমা। তবে গরু-ছাগলের বীমা নয় কেন?
হ্যাঁ, ঠিক তাই হতে যাচ্ছে বাংলাদেশের বীমার ইতিহাসে।গবাদি পশুর মালিকরা পেতে যাচ্ছেন গবাদি পশুর বীমা। আগামী ২০১৯-২০ অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে গবাদী পশুর বীমা সুবিধা। অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় দেশের প্রচলিত বীমা কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমেই এ বীমা সুবিধা পাবেন গবাদি পশুর মালিকরা।
বিশ্বে প্রথম গবাদি পশুর বীমা চালু হয় মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯২৫ সালে।