দরপত্র মূল্যায়নকালে ব্যাংকের প্রতিশ্রুতিপত্র প্রত্যাহার করা যাবে না: বাংলাদেশ ব্যাংক
সরকারি কেনাকাটায় দরপত্র মূল্যায়নের সময় ইস্যুকৃত প্রতিশ্রুতিপত্র প্রত্যাহার করতে পারবে না দেশের ব্যাংকগুলো।
বুধবার বাংলাদেশ ব্যাংকের জারি করা একটি প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়েছে।
সেখানে বলা হয়েছে, "সম্প্রতি দেখা যাচ্ছে, কিছু ব্যাংক সরকারি দরপত্র মূল্যায়নের সময় দরপত্রদাতার অনুকূলে ইস্যুকৃত 'লেটার অফ কমিটমেন্ট ফর ব্যাংক'স আন্ডারটেকিং ফর লাইন অব ক্রেডিট' প্রত্যাহার করে নেওয়ায় সর্বনিম্ন দরদাতার হাত থেকে বেশি দরদাতার হাতে কাজ চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এতে একদিকে যেমন সরকারের কাজ বাধাগ্রস্থ হয়, অন্যদিকে সরকার বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখোমুখি হয়।"
এ কারণে সরকারের অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে আনতে ও সরকারি কাজ যথাসময়ে করার স্বার্থে এবং দরপত্র প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য পরিকল্পনা মন্ত্রণালয় প্রণীত 'স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্ট ফর প্রকিউরমেন্ট অফ ওয়ার্কস' নির্দেশনা অনুযায়ী লেটার অফ কমিটমেন্ট ফর ব্যাংক'স আন্ডারটেকিং সংশ্লিষ্ট প্রকিউরমেন্ট এন্টিটির সম্মতি ছাড়া প্রত্যাহার করার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এখন থেকে প্রতিটি ব্যাংককে এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক।