পেঁয়াজ, চিনির শুল্ক কমল
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির মুখে দেশের বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে পণ্যটির আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করেছে সরকার।
এছাড়াও চিনি আমদানিতে রেগুলেটরি ডিউটি বা নিয়ন্ত্রণমূলক শুল্ক (আরডি) আগের ৩০ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে।
বৃহস্পতিবার অর্থমন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করেছে।
দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
দেশীয় বাজারে বর্তমানে ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ, এক মাস আগেও যা ছিল ৪০ টাকা।
এর আগে পেঁয়াজের আমদানির ওপর শুল্ক প্রত্যাহারের জন্য গত ১১ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়।