সিন্ডিকেট ভাঙতে বিকল্প কৃষিবাজার চালু করার কথা ভাবছে অন্তর্বর্তীকালীন সরকার
বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করতে অন্তর্বর্তীকালীন সরকার বিকল্প কৃষিবাজার চালু করার কথা চিন্তা করছে বলে জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কৃষকরা সরাসরি এই বিকল্প বাজারে তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারবেন।
আজ (২৪ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে উপদেষ্টা বলেন, সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে, তাই সরকার এই সিন্ডিকেটগুলো ভাঙতে কাজ করছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন বলেন, যারা অতিরিক্ত লাভের জন্য দাম বৃদ্ধি করবে অথবা কৃত্রিম সংকট তৈরি করবে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। এজন্য সরকার আমদানি, উৎপাদন, পাইকারি ও খুচরা বিক্রির প্রতিটি স্তর মনিটর করছে বলেও তিনি উল্লেখ করেন।
গতকাল (২৩ অক্টোবর) টিসিবি ঘোষণা করেছে যে, ভোজ্য তেল, ডাল এবং চালের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ ক্রেতাদের জন্য ৫০টি ট্রাকের মাধ্যমে ঢাকা মহানগরী এবং ২০টি ট্রাকের মাধ্যমে চট্টগ্রাম মহানগরীতে ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে। এই কার্যক্রম ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।
এই উদ্যোগের অধীনে, প্রতি গ্রাহক সর্বাধিক ২ লিটার ভোজ্য তেল ১০০ টাকা প্রতি লিটার, ২ কেজি ডাল ৬০ টাকা প্রতি কেজি এবং ৫ কেজি চাল ৩০ টাকা প্রতি কেজিতে কিনতে পারবেন।
একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, টিসিবির এই কার্যক্রম মুদ্রাস্ফীতির পরিস্থিতি সহনীয় পর্যায়ে আসা পর্যন্ত বাড়ানো হতে পারে।