মেট্রো লাইন-৬ প্রকল্পের ব্যয় বাড়ল ১১,৪৮৬ কোটি, একনেকের অনুমোদন
১১,৪৮৭ কোটি টাকা ব্যয় বাড়িয়ে মেট্রোরেল প্রকল্পের ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ এর সংশোধিত প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
প্রকল্পটি মতিঝিল পর্যন্ত হওয়ার কথা থাকলেও নতুন করে ১.১৬ কিলোমিটার বিস্তৃত করে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত নিয়ে যেতে প্রকল্পটি সংশোধন করা হয়েছে।
এতে প্রকল্পটির ব্যয় ২১,৯৮৫ কোটি টাকা থেকে বেড়ে ৩৩,৪৭২ কোটি টাকা হয়েছে।
অনুমোদিত প্রকল্প প্রস্তাব অনুয়ায়ী, মেট্রোরেল এখন উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১.২৬ কিলোমিটার দীর্ঘ হবে।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই সংশোধিত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি সভায় অংশ নেন। একনেকের অন্যান্য সমস্যা বিভিন্ন মন্ত্রী- প্রতিমন্ত্রী ও সচিবরা শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষ থেকে সভায় অংশগ্রহণ করেন।
সভা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অনুমোদিত প্রকল্পের বিষয়ে কথা বলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
এম এ মান্নান বলেন, এই প্রকল্পসহ একনেক সভায় ১৫,৮৫৭ কোটি টাকার আট প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি জানান, এই অতিরিক্ত ব্যয়ের সঙ্গে প্রকল্পটির মেয়াদ দ্বিতীয় বারের মতো দেড় বছর বাড়ানো হয়েছে। সংশোধিত প্রস্তাব অনুযায়ী ২০২৫ সালের ডিসেম্বরে শেষ করার প্রস্তাব করা হচ্ছে।
তবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত রুটে মেট্রোরেল আগামী ডিসেম্বের মধ্যে চালু হবে বলে জানান পরিকল্পনা মন্ত্রী।
মতিঝিল থেকে কমলাপুর পযন্ত মেট্রোরেল সম্প্রসারণের কারণে যাদের ভূমি অধিগ্রহণ করা হবে তাদের স্বল্প মূল্যে ফ্ল্যাট দেওয়ার জন্য সভায় নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এছাড়া ফার্মগেট, সচিবলায়, মতিঝিলসহ মেট্রোরেলের স্টেশনগুলোতে গাড়ি পার্কিয়ের জন্য পর্যাপ্ত জায়গা রাখারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো- চট্টগ্রাম-রাঙ্গামাটি জাতীয় মহাসড়কের হাটহাজারী থেকে রাউজান পর্যন্ত সড়কাংশ ৪-লেনে উন্নীতকরণ , নরসিংদী সড়ক বিভাগের আওতায় ইটাখোলা-মঠখোলা-কটিয়াদী সড়ক ও নয়াপাড়া-আড়াইহাজার-নরসিংদী-রায়পুরা আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, ময়মনসিংহ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহের জন্য ধনুয়া থেকে ময়মনসিংহ পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণ, ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিংসহ জনসংখ্যাভিত্তিক জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচি (ইপিসিবিসিএসপি) , খাগড়াছড়ি শহর ও তৎসংলগ্ন অবকাঠামো নদী ভাঙন থেকে সংরক্ষণ, উপজেলা গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট (ইউজিডিপি), বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প।