বিদ্যুৎ খাতের গ্রহীতাদেরকে মূলধনের ২৫ শতাংশের বেশি ঋণ দিতে পারবে ব্যাংক
বিদ্যুৎ উৎপাদনকারীদের ঋণ দেওয়ার ক্ষেত্রে আগামী ছয় মাসের জন্য একক ঋণের সীমা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এখন থেকে বিদ্যুৎ খাতের ঋণগ্রহীতাদেরকে ব্যাংকগুলো তাদের রেগুলেটরি মূলধনের ২৫ শতাংশের বেশি ঋণ দিতে পারবে।
মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের জারি করা একটি সার্কুলারে জানানো হয় এ তথ্য।
ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, একক ঋণগ্রহীতার এক্সপোজার সীমা ব্যাংকের রেগুলেটরি মূলধনের ২৫ শতাংশ। যা সময়ে সময়ে বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে।
মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার ইস্যু করে সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর নির্দেশনা দিয়েছে। তবে নতুন নিদের্শনা অনুযায়ী গ্রাহক লিমিটের চেয়ে অতিরিক্ত সীমা কত হবে তা কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করবে।
এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "ডলারের দাম বাড়ার কারণে বিদ্যুৎ উৎপাদনের সাথে জড়িত কোম্পানিগুলোকে অতিরিক্ত মুল্য দিতে হচ্ছে। তাই আগামী ছয়মাস আরও বেশি পরিমাণে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখতে ঋণের সীমা তুলে নেয়া হয়েছে।"
তিনি আরও বলেন, "কেন্দ্রীয় ব্যাংক যদি ব্যাংক কোম্পানি আইনের কোনো ধারাতে পরিবর্তন আনতে চায় তাহলে সরকারের পরামর্শে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।"