রিসিভার নিয়োগের আদেশের পর ব্যাংকের ১৩২ কোটি টাকা পরিশোধ করল চট্টগ্রামের প্রতিষ্ঠান
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2022/11/19/loan_default1.jpg)
চট্টগ্রামের খাতুনগঞ্জের ভোগ্যপণ্যের পুরোনো ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স জয়নাব ট্রেডিং। ভোগ্যপণ্য ব্যবসায় লোকসানের কথা বলে দীর্ঘদিন ধরে অগ্রণী ব্যাংকের ১৯০ কোটি ৭০ লাখ টাকার ব্যাংক ঋণ পরিশোধ করছিল না প্রতিষ্ঠানটি। সম্প্রতি আদালত ঋণ আদায়ে প্রতিষ্ঠানটির বাণিজ্যিক ভবন খাতুনগঞ্জের জয়নাব টাওয়ারে রিসিভার নিয়োগের আদেশ দিলে জয়নাব ট্রেডিং তড়িঘড়ি করে ১৩২ কোটি টাকা পরিশোধ করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন অর্থঋণ আদালতের ব্যাঞ্চ সহকারী রেজাউল করিম।
আদালত সূত্র জানায়, মেসার্স জয়নাব ট্রেডিং থেকে ১৯০ কোটি ৭০ লাখ ৭১ হাজার পাওনা আদায়ে ২০২০ সালের ২ নভেম্বর অর্থঋণ মামলা দায়ের করে অগ্রণী ব্যাংক আশাদগঞ্জ শাখা। মামলায় প্রতিষ্ঠঅনটির কর্ণধার মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদসহ পাঁচজনকে আসামি করা হয়।
গত ১০ অক্টোবর, প্রতিষ্ঠানটির বন্ধকী সম্পত্তি খাতুনগঞ্জের জয়নব টাওয়ারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তাকে রিসিভার নিয়োগের আদেশ দেন অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান।
পরে, আদেশের পরিপ্রেক্ষিতে মেসার্স জয়নাব ট্রেডিং গত বৃহস্পতিবার ১৩২ কোটি টাকা পরিশোধের মাধ্যমে ব্যাংকের সঙ্গে বিষয়টি সুরাহা করে।