জানুয়ারিতে রেমিট্যান্স বেড়েছে ১৫ শতাংশ
ডলার সংকটের মধ্যেই দেশে প্রবাসী আয়ের পরিমাণ বাড়ছে। চলতি বছরের জানুয়ারিতে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছে ১.৯৬ বিলিয়ন ডলার, যা আগের মাসের তুলনায় প্রায় ১৫.২৪% বেশি। ডিসেম্বরে রেমিট্যান্স ছিল ১.৭০ বিলিয়ন ডলার।
বুধবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, ২০২২-২৩ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত ৭ মাসে মোট রেমিট্যান্স এসেছে ১২.৪৫ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১১.৯৪ বিলিয়ন ডলার।
চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) গড়ে দুই বিলিয়ন করে ডলার এসেছে। এরপর সেপ্টেম্বর থেকে বেসরকারি খাতের রপ্তানি, আমদানি ও প্রবাসী আয়ের ক্ষেত্রে ডলারের দাম নির্ধারণ করছে ব্যাংকগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বৈদেশিক মুদ্রার ডিলারদের সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা)।
এরপর টানা তিন মাস (সেপ্টেম্বর-নভেম্বর) পর্যন্ত রেমিট্যান্সের পরিমাণ ছিল গড়ে ১.৫ বিলিয়নের কিছুটা বেশি। যদিও ডিসেম্বর রেমিট্যান্স কিছুটা বেড়েছে (১.৭ বিলিয়ন), যা জানুয়ারিতে অব্যাহত রয়েছে।
এবিবির চেয়ারম্যান এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আরএফ হোসেন বলেন, 'আমি মনে করি রেমিট্যান্সের ক্ষেত্রে একটা স্বস্তি আসছে। তবে আরও সময় লাগবে এর প্রবাহটা বাড়াতে।'
তিনি বলেন, 'আমাদের ডলার মার্কেটে গত পাঁচ-ছয় মাসে অনেক স্ট্যাবিলিটি আনা হয়েছে। তবে অনেকে মতামত দিয়েছে কেন একবারে ডলারের দাম বাড়ানো হলো না। তবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বাজারের উপর ডলারের দাম ছেড়ে দেওয়া ক্রমান্বয়ে হওয়া উচিত।'
বর্তমানে প্রবাসী আয়ের ক্ষেত্রে ডলারের দাম ১০৭ টাকা আর বুধবার রপ্তানি আয়ে ১ টাকা বাড়িয়ে ১০৩ টাকা করা হয়েছে। সেই হিসাবে প্রবাসী ও রপ্তানি আয়ের গড় দাঁড়ায় ১০৪ টাকা ৫০ পয়সা। এ গড়ের সঙ্গে ৫০ পয়সা যোগ করে ১০৫ টাকা হবে আমদানির ক্ষেত্রে প্রতি ডলারের দাম।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেকটি ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধান বলেন, 'সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ব্যাংকগুলোকে বলেছেন বেশি রেট দিয়ে রেমিট্যান্স যেন না কেনা হয়। এর ফলে রেমিট্যান্স প্রবাহে বেশি হলে ২০০ মিলিয়ন ডলার বাড়বে, কিন্তু এটি মূল্যস্ফীতি বাড়িয়ে তুলতে পারে।"
সে অনুযায়ী, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) উচ্চ হারে রেমিট্যান্স ডলার না কিনতে ব্যাংকগুলোকে সতর্ক করেছে।
এর আগে গত ১৮ জানুয়ারি এবিবি এবং বাফেদার যৌথ বৈঠকে একাধিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অভিযোগ করেন যে, বেশ কয়েকটি ব্যাংক নির্ধারিত হারের চেয়ে বেশি হারে রেমিট্যান্স সংগ্রহ করছে।