বাজেট ২০২৩-২৪: শিক্ষাখাতে বরাদ্দ ৮৮,১৬১ কোটি টাকা
২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বেড়েছে প্রায় ২৫.০৪ শতাংশ।
এবারের প্রস্তাবিত বাজেটে শিক্ষা মন্ত্রণালয়ের জন্য মোট ৮৮,১৬১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০২৩ অর্থবছরের সংশোধিত বাজেটে বরাদ্দের পরিমাণ ছিল ৭০,৫০৭ কোটি টাকা।
গতবারের সংশোধিত বাজেটের চেয়ে এবারের নতুন বাজেটে ১৭,৬৬৫ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
আজ বৃহস্পতিবারের (১ জুন) বাজেট বিবৃতিতে অর্থমন্ত্রী ২০২৩-২৪ অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষায় ৩৪ হাজার ৭২২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন, যা ২০২২-২৩ অর্থবছরে ছিল ৩১ হাজার ৭৬১ কোটি টাকা।
নতুন বাজেটে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৪২ হাজার ৮৩৮ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করেন, যা ২০২২-২৩ অর্থবছরে ৩৯ হাজার ৯৬১ কোটি টাকা ছিল।
এছাড়া, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য ১০ হাজার ৬০২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়, যা ২০২২-২৩ অর্থবছরে ছিল ৯ হাজার ৭২৭ কোটি টাকা।
২০২৩-২৪ অর্থবছরে ৯০টি প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাপক ও শিক্ষকসহ মোট ৪,০০০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং শিক্ষা ও শিক্ষক প্রশিক্ষণ বিষয়ক ১৫টি গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে।