ব্রয়লারের দাম কেজিতে ২০-৩০ টাকা বেড়েছে
সপ্তাহের ব্যবধানে রাজধানীতে ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে।
শুক্রবার (৪ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে প্রায় ১০টি দোকান ঘুরে এ তথ্য পাওয়া গেছে। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম বলে ব্রয়লারের দাম বেড়েছে।
কারওয়ান বাজারের বিক্রেতা মোহাম্মদ ইউনুস বলেন, গত সপ্তাহে ব্রয়লারের দাম কেজিতে ১৬০ থেকে ১৬৫ টাকা ছিল, এখন সেটি বিক্রি হচ্ছে ১৮৫ থেকে ১৯০ টাকায়।
এদিকে ফার্মের মুরগির ডিমের দাম ডজনে ৫ টাকা বেড়ে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।