সপ্তাহের ব্যবধানে আলুর দাম কেজিতে ১০ টাকা বাড়ল, সবজির বাজারে স্বস্তি
রাজধানীর বিভিন্ন বাজারে সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি আলুর দাম ১০ টাকা বেড়ে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়তি। পাশাপাশি চড়া পেঁয়াজের দামও। প্রতি কেজি দেশি পেঁয়াজ ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে আমদানি বাড়ায় কিছু কিছু সবজির দাম কমেছে।
আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, কল্যাণপুর ও মগবাজার এলাকার বাজারগুলো ঘুরে ও ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।
দাম সহনীয় পর্যায়ে ও সরবরাহ স্বাভাবিক রাখতে গত ৫ সেপ্টেম্বর আলু আমদানিতে ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ শুল্ক নির্ধারণ ও নিয়ন্ত্রণ শুল্ক প্রত্যাহার করে সরকার।
আলুর দামের বিষয়ে কারওয়ান বাজারের ব্যবসায়ী বিক্রেতা ইমান আলী বলেন, গত সপ্তাহের তুলনায় আলু কেজিতে ১০ টাকা বেড়েছে। আলুর মৌসুম এখন শেষের দিকে। প্রতি বছর এ সময় দাম বাড়ে। তার উপর বৃষ্টিতে আলু নষ্ট হয়েছে।
ক্রেতা দেলোয়ার হোসেন জানান, ৬৫ টাকা কেজ হলে তিনি পাঁচ কেজি আলু কিনবেন। তবে বিক্রেতা কম না রাখায় ৭০ টাকা কেজিতে তিন কেজি আলু কেনেন দেলোয়ার হোসেন। সেই সঙ্গে ১২০ টাকা কেজিতে ছোট আকারের এক কেজি ভারতীয় পেঁয়াজ কেনেন তিনি।
তিনি বলেন, দাম বাড়লেও আমাদের আয় তো আর বাড়ছে না। তাই দুই কেজি আলু কম কিনলাম।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, গত বছর এই সময় আলুর দাম সর্বোচ্চ ছিল ৫২ টাকা কেজি।
এদিকে বাজার ঘুরে আরও দেখা গেছে, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে ডিম ও ব্রয়লার মুরগি।
বাজারে ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন ১৫০-১৫৫ টাকায়। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৯০-২০০ টাকায়। কল্যাণপুরের একটি বাজারে দেখা গেছে, প্রতি কেজি ব্রয়লার মুরগি ২০০ টাকায় বিক্রি হচ্ছে। আর কারওয়ান বাজারে বিক্রি হচ্ছে ১৯০ টাকায়।
কৃষি বিপণন অধিদপ্তর গত ১৫ সেপ্টেম্বর ফার্মের মুরগির ডিম এবং ব্রয়লার ও সোনালি মুরগির দাম নির্ধারণ করে দেয়। সে অনুযায়ী, খুচরা পর্যায়ে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭৯ টাকা ৫৯ পয়সা ও সোনালি মুরগি ২৬৯ টাকা ৬৪ পয়সা দরে বিক্রি হবে। এছাড়া খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের দাম নির্ধারণ করা হয় ১১ টাকা ৮৭ পয়সা। এতে প্রতি ডজন ডিমের দাম পড়বে ১৪৩ টাকার বেশি হওয়ার সুযোগ নেই।
কারওয়ান বাজারের কিচেন মার্কেটের মুরগি বিক্রেতা মোহম্মদ ইউসুফ বলেন, মুরগির দাম তিনদিন আগে ১৮৫ টাকা ছিল। আজ কেজিতে ৫ টাকা বেড়ে ছোট আকারের ব্রয়লার মুরগি ১৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
সবজির বাজারে কিছুটা স্বস্তি
এদিকে বাজারে শীতকালীন শাক-সবজি আসা শুরু হওয়ায় রাজধানীর কাঁচাবাজারে সব ধরনের সবজির দাম কমতে শুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন, বাজারে পর্যাপ্ত সবজি আসছে। এরই মধ্যে বেশিরভাগ সবজিরই দাম কমেছে।
বাজারে মানভেদে প্রতি কেজি বেগুন ৭০-৮০ টাকা, করলা ৬০-৭০ টাকা, শিম ১০০-১২০ টাকা, ঢ্যাঁড়শ ৬০ টাকা, বরবটি ৬০-৭০টাকা, ধুন্দুল ৫৫ টাকা, মুলা ৪০ টাকা ও পটোল ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে লাউয়ের দাম কিছুটা বাড়তি। গত সপ্তাহে মাঝারি আকারের যে লাউ ৫০ টাকায় বিক্রি হয়েছে, সেগুলো আজ ৭০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। আর কাঁচা মরিচ গত সপ্তাহের মতোই ১৩০-১৪০ টাকায় বিক্রি হচ্ছে কারওয়ান বাজারে।