দেশ-বিদেশে থাকা এস আলম গ্রুপের সম্পদের তথ্য চেয়েছে সিঙ্গাপুরের আর্থিক গোয়েন্দা সংস্থা
দেশের ব্যাংকখাত থেকে জালিয়াতি ও অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদ আত্মসাৎ ও বিদেশে তা সরিয়ে ফেলার অভিযোগ থাকা এস আলম গ্রুপের সম্পদের তথ্য চেয়েছে সিঙ্গাপুরের আর্থিক গোয়েন্দা সংস্থা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (এফআইইউ)।
কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ– বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে তারা এস আলম গ্রুপ ও এর মালিকদের দেশে-বিদেশে থাকা সম্পদের বিস্তারিত তথ্য জানতে চেয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএফআইইউয়ের একজন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সিঙ্গাপুরের আর্থিক গোয়েন্দা সংস্থাকে পাঠানোর জন্য বিএফআইইউ এস আলম গ্রুপের বিস্তারিত তথ্য প্রস্তুত করছে বলেও সূত্রটি জানিয়েছে।
এর আগে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এক অনুসন্ধানে সিঙ্গাপুরে এস আলম গ্রুপের অন্তত ৭৩০ মিলিয়ন (৭৩ কোটি) ডলার বিনিয়োগ থাকার বিষয়টি সামনে আসে। সেখানে হোটেল, কমার্শিয়াল স্পেস ও আবাসন খাতে এসব বিনিয়োগ করা হয়েছে।
দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতেও উঠে আসে সিঙ্গাপুরসহ অন্যান্য দেশে এস আলমের বিপুল সম্পদের চিত্র।
আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশে ৬টি ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল এস আলমের হাতে। এসব আর্থিক প্রতিষ্ঠান থেকে এক লাখ কোটি টাকারও বেশি ঋণ নেওয়ার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। বিপুল এই খেলাপি ঋণ ব্যাংকগুলোর আর্থিক স্বাস্থ্যের মারাত্মক অবনতি করে।
পরে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে শেখ হাসিনার সরকারের পতন হলে– বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। এরপর কেন্দ্রীয় ব্যাংক এসব ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করে, যার ফলে নিয়ন্ত্রণ হারায় এস আলম।