এবার বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৪.৫ শতাংশ করলো আইএমএফ
চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৪.৫ শতাংশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ। বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকও এর আগে প্রবৃদ্ধি কম হওয়ার পূর্বাভাস দিয়েছে।
এপ্রিলে চলতি অর্থবছরের জন্য ৬.৬ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রক্ষেপণ করেছিল আইএমএফ, যা বহুপাক্ষিক সংস্থাটির ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনের সর্বশেষ সংস্করণে আরো নিচে নামার পূর্বাভাস দেওয়া হলো।
মহামারি প্রভাবিত ২০১৯-২০ অর্থবছর বাদে ২০ বছরের মধ্যে এটিই সংস্থাটির বাংলাদেশ সম্পর্কে সর্বনিম্ন প্রবৃদ্ধির প্রক্ষেপণ।
প্রতি বছর এপ্রিল এবং অক্টোবরে আইএমএফ 'ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক' প্রকাশ করে। এই রিপোর্টে অর্থনীতির বিভিন্ন সূচকে দেশভিত্তিক সর্বশেষ হিসাব এবং আগামীর জন্য পূর্বাভাস থাকে।
আজ মঙ্গলবার (২২ অক্টোবর) ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের সর্বশেষ সংস্করণটি প্রকাশ করা হয়েছে। সেখানে আইএমএফ জানায়, বৈশ্বিক মুল্যস্ফীতি অনেকটা কাটিয়ে ওঠা সম্ভব হলেও –কিছুদেশে মূল্যস্ফীতির চাপ উচ্চই রয়ে গেছে। বাংলাদেশেও মুল্যস্ফীতি উচ্চ হারে বজায় থাকতে পারে, একবছর আগের ৯.৭ শতাংশের তুলনায়– যা ২০২৪-২৫ অর্থবছরে পৌঁছতে পারে ১০.৭ শতাংশে।
চলতি মাসের শুরুতে বিশ্বব্যাংক ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে মাত্র ৪ শতাংশে দাঁড়াবে বলে পূর্বাভাস দেয়। রাজনৈতিক অনিশ্চয়তা এবং সাম্প্রতিক বন্যা এর অন্যতম কারণ বলে বিশ্বব্যাংক উল্লেখ করে। এর আগে এপ্রিলে দাতাসংস্থাটি ৫.৭ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল।
এছাড়া, গত মাসে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস আগের ৬.৬ শতাংশ থেকে কমিয়ে ৫.১ শতাংশে নামায়।