২০২৪ অর্থবছরে বেক্সিমকো ফার্মার মুনাফা বেড়েছে ২৯ শতাংশ
২০২৩-২৪ অর্থবছরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সম্মিলিত মুনাফার হার ২৯ শতাংশ বেড়েছে। প্রতিষ্ঠানটি এই অর্থবছরে মুনাফা অর্জন করেছে ৫৮৬.৬৭ কোটি টাকা।
এদিকে ওষুধ প্রস্তুতকারক এই কোম্পানি ২০২৪-২৫ অর্থবছরে তার শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। যা গত অর্থবছরে ছিল ৩৫ শতাংশ।
আজ সোমবার (২৮ অক্টোবর) এক সভায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন এবং লভ্যাংশের সুপারিশ করে।
২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটির মুনাফা ছিল ৪৫২.৪৪ কোটি টাকা। আর প্রতি শেয়ায়ে আয় (ইপিএস) ছিল ১০.২৮ টাকা। চলতি অর্থবছরে যা বেড়ে হয়েছে ১৩.০৭ টাকা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ২৯ ডিসেম্বর ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। আর শেয়ারহোল্ডারদের নাম ঘোষণার জন্য ২৫ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।