শ্রম আইনের প্রয়োগ চান ওষুধ কোম্পানির প্রতিনিধিরা
কর্মক্ষেত্রে শ্রম আইনের প্রয়োগসহ তিনটি দাবি জানিয়েছেন দেশের বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। আজ শনিবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে 'ফার্মা জব সংস্কার আন্দোলন' ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে তারা এসব দাবি জানান।
তাদের অন্য দাবিগুলো হলো- ওষুধ প্রতিষ্ঠান পুঞ্জের ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা করা ও কোম্পানি কর্তৃক অনিয়ম, অনৈতিক ও অমানবিক কর্মকাণ্ড বন্ধ করা।
মানববন্ধনে ফার্মা জব সংস্কার আন্দোলনের নেতা জাফর আহমেদ বলেন, চাকরিতে যোগদানের সময় ব্যাংকের ব্ল্যাঙ্ক চেক জমা নেওয়া, অবৈধ চুক্তি করা ও মূল সনদপত্র জমা নিয়ে চাকরি থেকে অব্যাহতির পর হয়রানি করা হয়। আমরা এসব হয়রানিমুক্ত কর্মস্থল চাই।
ফার্মা জব সংস্কারের নেতা নুরুজ্জামান বলেন, যদি আমাদের ট্রেড ইউনিয়ন থাকত, তাহলে কোম্পানির মালিকদের সাথে বসেই সমস্যার সমাধান করতে পারতাম। কিন্তু আমাদের ট্রেড ইউনিয়ন না থাকার ফলে আমাদের সমস্যা দিন দিন বাড়ছে। তাই আমরা ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠার অনুমতি চাই।
আন্দোলনের উপদেষ্টা বেলাল আহমেদ বলেন, এ সেক্টরের কর্মকর্তাদের কোনো নীতিমালা নেই। তাদের দিয়ে রোগীর ব্যবস্থাপত্রের ছবি তোলানো হচ্ছে, সাপ্তাহিক কোনো ছুটি কিংবা সরকারি ছুটিও দেওয়া হচ্ছে না। তার ওপর দৈনিক ১৬-১৭ ঘণ্টা কাজ করানো হয়। সরকারের উচিত তাদের দাবি মেনে কোম্পানির সাথে বসা এবং এর সমাধান করা।