সরকার নির্ধারিত দামে ভোজ্যতেল বিক্রির আহ্বান
সরকার নির্ধারিত দামে পাইকারি বাজারে সয়াবিন ও পাম তেল বেচাকেনা করার আহ্বান জানিয়েছেন খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ড্রাস্টিজ অ্যাসোসিয়েশনের নেতারা।
সংগঠনটির সভাপতি এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজের সভাপতি মাহবুবুল আলম ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, "সরকার নির্ধারিত দামে কারখানা থেকে ভোজ্যতেল কিনুন। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশিতে বিক্রি করবেন না। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।"
বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার (১৭ মার্চ) চট্টগ্রামের খাতুনগঞ্জে সংগঠনটির কার্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে দেশের অন্যতম ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জের অর্ধশতাধিক ব্যবসায়ী অংশ নিয়ে এ বিষয়ে আলোচনা করেন। এসময় সরকার নির্ধারিত দামের চেয়ে পরিশোধন কারখানাগুলো বেশি দরে বিক্রি করলেও ব্যবসায়ীরা বেচাকেনা করবেন না বলে জানান।
এর আগে গত বুধবার (১৬ মার্চ) এই বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে সরকার নির্ধারিত দরের বাইরে ভোজ্যতেল বিক্রি করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ড্রাস্টিজ অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি আবুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর পারভেজসহ ব্যবসায়ী নেতারা।
খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ড্রাস্টিজ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি আবুল বশর চৌধুরী বলেন, 'সরকার ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দিয়েছে। তাই সবাইকে মানতে হবে। আমদানি ও পাইকারি পর্যায়ে কোন পণ্য কত দিন রাখা যাবে, তা নিয়ে সরকারকে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে। তবেই ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়বে।'
উল্লেখ্য, বিশ্বব্যাপী ভোজ্যতেলের দামের ঊর্ধ্বগতির মধ্যে গত ৬ ফেব্রুয়ারি দেশীয় বাজারে দাম নির্ধারণ করে দেয় সরকার। মিলগেটে সয়াবিনের দাম ১৪০ টাকা, খুচরায় খোলা সয়াবিনের দাম ১৪৩ টাকা, পাম তেলের মিলগেটে দাম লিটারপ্রতি ১৩০ টাকা এবং খুচরায় তা ১৩৩ টাকা নির্ধারণ করা হয়।