ইইউ ও যুক্তরাজ্যের ঐতিহাসিক ব্রেক্সিট বাণিজ্য চুক্তি
যুক্তরাজ্যের ইউরোপিয় (ইইউ) ইউনিয়ন ত্যাগের পর, এই প্রথম দ্বিপাক্ষিক বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্কে নির্ণয়ের চুক্তিতে স্বাক্ষর করতে রাজি হয়েছে উভয়পক্ষ। এর ফলে ব্রিটিশ অর্থনীতির ভবিষ্যৎ এবং ইউরোপিয় ব্লকটির সঙ্গে সম্পর্ক নিয়ে অনিশ্চয়তার অবসান ঘটলো।
চুক্তির শর্তাবলী নিয়ে দুই পক্ষের সম্মতির ফলে বাণিজ্য চুক্তিহীন ব্রেক্সিট আশঙ্কাও দূর হলো, এমনটা হলে অর্থনৈতিক সহযোগিতার সম্পর্কে বিশৃঙ্খলা দেখা দিত। বিঘ্নিত হতো ওষুধ ও অন্যান্য পণ্যের বাণিজ্য।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ডাউনিং স্ট্রিটের একটি সূত্র জানিয়েছে, 'চুক্তির কাজ শেষ হয়েছে।'
ইইউয়ের সঙ্গে চুক্তি ঘোর ব্রেক্সিট সমর্থক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অর্জন।