ইয়েমেনে বিপর্যস্ত স্বাস্থ্য ব্যবস্থার মধ্যেই করোনা মহামারি, মৃত অগণিত মানুষ
দক্ষিণ ইয়েমেনের প্রধান শহর, লোহিত সাগরের প্রবেশপথ বাব এল- মান্দেব প্রণালির মুখে অবস্থিত আদেন নগরী। গত এক সপ্তাহ ধরেই সেখানে করোনার মতো উপসর্গে মারা যাচ্ছেন শত শত মানুষ। স্থানীয় জনস্বাস্থ্য কর্মকর্তারা বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য কর্মকর্তারা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছেন । সৌদি জোটের আগ্রাসন, অবরোধ ও পাঁচ বছর ব্যাপী গৃহযুদ্ধে বিদ্ধস্ত দেশটির স্বাস্থ্যখাত এই বিপুল সংখ্যক মানুষের করোনা পরীক্ষা করতে সক্ষম নয় বলেই জানান তারা ।
আদেনের এক গোর খোদক এপিকে বলেন, শবদেহের এমন নিরবিচ্ছিন্ন প্রবাহ আমি আগে কখনোই দেখিনি।
স্মরণ করিয়ে দেওয়া দরকার, ইয়েমেনের গৃহযুদ্ধে বেশ কয়েক দফায় আদেন শহরের প্রতিটি রাস্তায় বিবাদমান দুইপক্ষ বেশ কয়েকবার রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। সেসময় মারা যান অজস্র মানুষ। কিন্তু স্থানীয় গোর খোদক এখন তার চাইতে বেশি মানুষের মৃত্যুর কথা বলছেন।
আনুষ্ঠানিকভাবে ইয়েমেনে করোনায় আক্রান্তদের সংখ্যা অবশ্য বেশ কম; দক্ষিণ ইয়েমেনে যা মাত্র ১০৬ জন। এর মধ্যে মারা গেছেন মাত্র ১৫ জন। অন্যদিকে হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা উত্তর ইয়েমেনের কর্তৃপক্ষ গত ৫ মে প্রথম দুই ব্যক্তির করোনায় আক্রান্তের কথা নিশ্চিত করে। আক্রান্তদের একজন ছিল সোমালি অভিবাসী, যিনি মারা গেছেন।
কিন্তু চিকিৎসকদের দাবি, ভঙ্গুর অর্থনীতিকে সচল রাখাসহ নিজ সৈন্যদলের মনোবল ধরে রাখতে হুথি কর্তৃপক্ষ ক্রমান্বয়ে বেড়ে চলা আক্রান্তদের সংখ্যা গোপন রাখছে।
গত সপ্তাহে আদেনে কমপক্ষে পাঁচ শতাধিক মানুষ মারা গেছেন। নগর রেজিস্ট্রারার অফিস সূত্রে এই সংখ্যা নিশ্চিত হওয়া গেছে। এর ফলে ভাইরাস প্রতিরোধের সক্ষমতা একেবারেই অনুপস্থিত দেশটির অনান্য অঞ্চলেও সংক্রমণ ভয়াবহ মাত্রায় পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে।
ইয়েমেনে কোভিড-১৯ এর সন্দেহজনক সংক্রমণের সংখ্যা বাড়ায় বৈশ্বিক স্বাস্থ্য সম্পর্কিত বিশেষজ্ঞ সম্প্রদায়ের মাঝেও উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। তাদের আশঙ্কা ভাইরাসটি দাবানলের মতো যুদ্ধবিদ্ধস্ত দেশটির বিপুল সংখ্যক অভ্যন্তরীণ শরণার্থী এবং দরিদ্রদের মধ্যে ছড়িয়ে পড়বে। অথচ স্বাস্থ্য, শিক্ষা ও খাদ্য নিরাপত্তার বিবেচনার ইয়েমেনিরা বর্তমানে পৃথিবীর সবচেয়ে অনিরাপদ জনগোষ্ঠী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইয়েমেন শাখার প্রধান আলতাফ মুসানি বলেন, ' এখানে যদি পূর্ণমাত্রায় সামাজিক সংক্রমণ শুরু হয়ে থাকে তাহলে; স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা এবং রোগী সন্দেহে অনেককে সামাজিক বয়কট করা শুরু হলে সামগ্রিক পরিস্থিতি একটি মারাত্মক বিপর্যয়ের শিকার হবে।