এবার করোনায় আক্রান্ত হলেন ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা স্টিফেন মিলার কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন বলে হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন।
প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ এক ডজনেরও বেশি অন্যান্য সেনা এবং উপদেষ্টারা করোনাভাইরাসে শনাক্ত হওয়ার পর মিলার আইসোলেশনে ছিলেন। মঙ্গলবার তার কোভিড-১৯ পজিটিভ হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পের করোনাভাইরাস পজিটিভ আসার পর বেশ কয়েকজন জ্যেষ্ঠ রিপাবলিকান নেতা ও তার ঘনিষ্ঠ অন্যান্যরাও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।
এদের মধ্যে ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্প, প্রেসিডেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা হোপ হিক্স এবং বেশ কয়েকজন রিপাবলিকান সিনেটরও আছেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কাইলি ম্যাকনানিও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার পরীক্ষায় তার কোভিড-১৯ পজিটিভ এসেছে। এর পরদিন মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস দপ্তরের আরও তিন কর্মী সদস্যের দেহে ভাইরাসটির অস্তিত্ব শনাক্ত হয়েছে।
এক বিবৃতিতে মিলার বলেন, 'গত পাঁচদিন ধরে আমি দূর থেকে কাজ করছি এবং আইসোলেশনে আছি। আজ আমি কোভিড -১৯ পজিটিভ শনাক্ত হয়েছি এবং কোয়ারেন্টাইনে আছি।'
তার স্ত্রী কেটি মিলার যিনি ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করছেন, এর আগে তিনিও করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং পরে সুস্থ হয়েছেন। কেটি মিলার পেন্সের সাথে সল্ট লেক শহরে ছিলেন, যেখানে তিনি ডেমোক্রেটিক ভাইস প্রেসিডেন্টের মনোনীত প্রার্থী কমলা হ্যারিসের সাথে বিতর্ক করার প্রস্তুতি নিচ্ছিলেন, তবে স্বামীর করোনার খবর জানতে পেরে তিনি সেখান থেকে চলে যান।
বিবিসির এক প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবির এক খবরে বলা হয়েছে, কোস্টগার্ড কর্মকর্তা অ্যাডমিরাল চার্লস রে পজিটিভ হওয়ার পর যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় জেনারেল মার্ক মিলে এবং আরও কয়েকজন সদস্যকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। অন্যান্য কর্মকর্তারা 'প্রচুর সাবধানতায়' কোয়ারেন্টাইনে চলে গেছেন।