ট্রাম্প মনোনীত মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যকে বোমা হামলার হুমকি
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য ও হোয়াইট হাউজ দলের একাধিক সদস্যকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত এবং বুধবার (২৭ নভেম্বর) সকালে তাদের এসব হুমকি দেওয়া হয়।
ট্রাম্পের মনোনীত মন্ত্রিসভার প্রতিরক্ষা, আবাসন, কৃষি এবং শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী পদের জন্য মনোনীত ৯ জনসহ আরও বেশ কয়েকজনকে হুমকি দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, তারা বেশ কিছু বোমা হামলার হুমকি ও এ সম্পর্কিত মিথ্যা ফোনকলের তথ্য পেয়েছে। এসব মিথ্যা কলের মাধ্যমে ভুক্তভোগীদের বাড়িতে পুলিশ পাঠানোর চেষ্টা করা হয়েছিল।
ট্রাম্পের ট্রানজিশন টিমের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে।
ট্রাম্পের ইউএন অ্যাম্বাসেডর পদে মনোনীত এলিস স্টেফানিক এবং পরিবেশগত সুরক্ষা সংস্থার প্রধান হিসেবে মনোনীত লি জেলডিন পৃথকভাবে জানান, তারা বোমা হামলার হুমকি পেয়েছেন।
এছাড়া, ট্রাম্পের মন্ত্রীসভায় প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নির্বাচিত পিট হেগসেথ বুধবার জানিয়েছেন, তার পরিবারের ওপর পাইপ বোমা হামলা চালানোর হুমকির দেওয়া হয়েছে।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বলেন, "আজ সকালে একজন পুলিশ কর্মকর্তা আমাদের বাড়িতে এসে জানান, আমাদের পরিবারকে লক্ষ্য করে পাইপ বোমা হামলা চালানোর হুমকি এসেছে। তবে আমরা সবাই নিরাপদ আছি এবং হুমকিটি নিষ্ক্রিয় করা হয়েছে।"
এফবিআই-এর একজন মুখপাত্র জানিয়েছেন, তারা একাধিক বোমা হামলার হুমকি এবং এ বিষয়ে মিথ্যা ফোনকলের ঘটনা তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করছে।
তিনি বলেন, "আমরা সম্ভাব্য সব হুমকিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে থাকি এবং সর্বদা জনগণকে আহ্বান জানাই, তারা যদি কিছু সন্দেহজনক কিছু দেখতে পান, তবে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎক্ষণাৎ রিপোর্ট করুন।"
রিপাবলিকান কংগ্রেস সদস্য এলিস স্টেফানিক জানান, তিনি, তার স্বামী ও ৩ বছর বয়সী সন্তান ওয়াশিংটন থেকে নিউ ইয়র্ক যাচ্ছিলেন, এমন সময় তাদের বাড়িতে বোমা হামলা চালানোর হুমকির বিষয়ে তথ্য পান।
আরেক রিপাবলিকান নেতা লি জেলডিন জানান, তাকে এবং তার পরিবারকে লক্ষ্য করে বোমা হামলার হুমকি এসেছে। তিনি জানান, তার পরিবার বাড়িতে ছিল না এবং তারা নিরাপদ আছেন।
ফ্লোরিডায় সাবেক কংগ্রেসম্যান ম্যাট গেটজের পরিবারের সদস্যদেরও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। গেটজ, যিনি ট্রাম্পের প্রথম অ্যাটর্নি জেনারেল প্রার্থী ছিলেন, নভেম্বরে তার নাম প্রত্যাহার করেন।
হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানায়, এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং রাজনৈতিক সহিংসতার প্রতি নিন্দা জানিয়েছেন।