করোনা ভাইরাস যুক্তরাজ্যে, আক্রান্ত দু’জন
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে এবার যুক্তরাজ্যের দুই নাগরিক আক্রান্ত হয়েছেন।
ইংল্যান্ডের চিফ মেডিকেল অফিসার এ ঘোষণা দিয়েছেন।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, আক্রান্ত দু’জনই একই পরিবারের সদস্য। তারা ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) একটি হাসপাতালে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে আছেন।
ভাইরাসে আক্রান্তরা এনএইচএসের কোন হাসপাতালে আছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তাদের পরিচয়ও প্রকাশ করা হয়নি।
বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে চীনে কমপক্ষে ২১৩ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই হুবেই প্রদেশের।
ভাইরাসে চীনজুড়ে আক্রান্ত হয়েছেন প্রায় ১০ হাজার মানুষ।
যুক্তরাজ্যের নাগরিকদের আক্রান্ত হওয়া নিয়ে ইংল্যান্ডের চিফ মেডিকেল অফিসার অধ্যাপক ক্রিস হোয়াইটি বলেন, করোনা মোকাবিলায় এনএইচএস খুবই ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। ইতিপূর্বে সংক্রমণ মোকাবিলা করেছে এনএইচএস।
তিনি বলেন, ভাইরাসের বিস্তার রোধে আক্রান্ত রোগীদের সঙ্গে কারো সংস্পর্শ হয়েছে কি না, সেটি খতিয়ে দেখতে জোরেশোরে কাজ চলছে।
করোনা ভাইরাসকে বৈশ্বিক স্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
অধ্যাপক হোয়াইটি বলেন, সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় ডব্লিউএইচওসহ আন্তর্জাতিক বিভিন্ন পক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে যুক্তরাজ্য।